বাসের কৃত্রিম সংকট তৈরি করছে মালিকপক্ষ


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

লোকাল বাসগুলোকে গেটলক বানিয়ে মালিকপক্ষ বাসের কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে এক সমাবেশে এমন অভিযোগ জানান বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সময় বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকলেও বাস পাওয়া যায় না। এরপর অনেক কষ্ট করে বাসে উঠলে বাধ্য হয়ে প্রতিবাদ ছাড়াই বাড়তি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের।

সরকার রাজধানীতে বিআরটিসি বাসের সংখ্যা কমিয়ে দিয়েছে অভিযোগ করে বক্তারা আরো বলেন, স্কুল শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস ঘোষণা ছাড়াই বন্ধের পাশাপাশি নারী যাত্রীদের বহনকারী বাসের সংখ্যা দিন দিন কমিয়ে দিচ্ছে সরকার।

রাজধানীতে যাত্রীবাহী বাসের কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি বাস ভাড়া প্রতিষ্ঠা করা হচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা।

সংগঠনের সভাপতি কমরেড আবদুল কাদিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা.সাজেদুল হক রুবেল, সম্পাদক মন্ডলির সদস্য আকরাম খান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর আদনান রিয়াদ প্রমুখ।

এএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।