দূর্গাপূজায় ৮ দিন বন্ধ হিলি স্থলবন্দর
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আট দিন বন্ধ থাকবে।
এসময় পণ্য আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার চালু থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জাগো নিউজকে জানান, আগামী ২৬ অক্টোবর থেকে ফের আমদানি-রফতানি বাণিজ্য চালু হওয়ার কথা রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাসেম আজাদ জাগো নিউজকে জানান, দূর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রফতানি না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি। পরে বিষয়টি হিলি স্থলবন্দরের সব আমদানি-রফতানিকারক, হিলি শুল্ক স্টেশন, পানামা হিলি পোর্টসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
এমদাদুল হক মিলন/এমজেড/পিআর