বিপিএলের টিকিটের মূল্য নির্ধারণ


প্রকাশিত: ০৩:০৮ এএম, ১৫ অক্টোবর ২০১৫

প্রায় আড়াই বছর বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিদেশী এবং দেশী শিল্পীদের অংশগ্রহণে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই ২০ নভেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। তবে তৃতীয় আসরের খেলা মাঠে গড়াবে ২২ নভেম্বর। আর এ আসরের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত গ্যালারির সর্বনিম্ন টিকিটের মূল্য থাকে ১৫০ টাকা। তবে, বিপিএলে মাত্র ২০০ টাকা খরচ করেই এক টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগ পাবেন দর্শকরা। এ ছাড়া সর্বোচ্চ ১০ হাজার থেকে শুরু করে এক হাজার ও ৫০০ টাকা মূল্যের টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে।

গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিসিবি পরিচালক শেখ সোহেল। প্রতিদিন প্রথম খেলা শুরু হবে দুপুর ২টায়, খেলা শেষ হবে বিকেল ৫টা ২০-এ। আর দ্বিতীয়টি শুরু হবে ৬.৪৫ মিনিটে, শেষ হবে ১০.০৫ মিনিটে।

এবারের আসরে প্রথম ও ফাইনাল ম্যাচসহ অধিকাংশ ম্যাচই হবে মিরপুরে। মাঝে পাঁচ-ছয় দিন খেলা হবে চট্টগ্রামে। খুলনার ফ্র্যাঞ্চাইজি না থাকায় খুলনাকে ভেন্যু করার চিন্তা থেকে সরে এসেছে বিসিবি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।