মালিকের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ
শোয়েব মালিকের ডাবল সেঞ্চুরি এবং আসাদ শফিকের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। প্রায় পাঁচ বছর পর সাদা জার্সিতে ফেরা মালিকের অনবদ্য ব্যাটিংয়ে আট উইকেটে ৫২৩ রান করে ইনিংস ঘোষণা করেছে মিসবাহ বাহিনী। দ্বিতীয় দিন শেষে ৪৬৭ রানে এগিয়ে রয়েছে তারা।
শেষ দিকে মাত্র ২৪ রানে দ্রুত পাঁচ উইকেট না হারালে আরও বড় হতে পারতো স্বাগতিকদের ইনিংস। এক সময় তাদের রান ছিল চার উইকেটে ৪৯৯।
বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগের দিনের চার উইকেটে ২৮৬ রান নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। আসাদ শফিককে সঙ্গে নিয়ে ২৪৮ রানের চমৎকার জুটি গড়েন শোয়েব মালিক। দলীয় ৪৯৯ রানে আসাদ শফিক মার্ক উডের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন। তবে আউট হবার আগে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। ২১৮ বলে ১০টি চারের সাহায্যে ১০৭ রান সংগ্রহ করেন তিনি।
শফিকের বিদায়ের পর মাঠে বেশিক্ষণ থাকতে পারেননি ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেয়া শোয়েব মালিকও। স্টোকসের বলে বেলের হাতে ধরা পড়ার আগে ২৪৫ রান করেন এই ব্যাটসম্যান। এই রান করতে বল মোকাবেলা করেন ৪২৯ টি। ইনিংসটি ২৪ টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে সাজান এই পাকিস্তানি।
ইংল্যান্ডের পক্ষে ৫৭ রানে ৪টি উইকেট নিয়েছেন বেন স্টোকস। এছাড়া ৪২ রানে ২ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ব্রড এবং উড ১টি করে উইকেট পান।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৫৬ রান করেছে। বৃহস্পতিবার সকালে আবার ব্যাট করতে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান আলিস্টার কুক (৩৯*) এবং মঈন আলী (১৫*)।
আরটি/এএইচ/আরআইপি