ব্রাজিল অলিম্পিকে নেইমার


প্রকাশিত: ০১:৩০ পিএম, ৩১ অক্টোবর ২০১৪

ফুটবল বিশ্বকাপের সফল আয়োজনের পর এবার অলিম্পিক গেমসের আয়োজনও করতে যাচ্ছে ব্রাজিল। ২০১৬ সালের অলিম্পিক গেমসের আসর বসবে ফুটবল কিংবদন্তি পেলের দেশে। আসর শুরু হতে বাকি দুই বছর।

 

এর মধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা। পাঁচবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও অলিম্পিকে ব্রাজিল দলের স্বর্ণ জেতার ইচ্ছাটা কিন্তু এখন অপূর্নই থেকে গেছে। তাই এবার এই আক্ষেপটা দূর করতেই নেইমার ডাক পেয়েছেন ব্রাজিলের অলিম্পিক দলে।

 

নেইমারকে ছাড়া ব্রাজিল দলকে কল্পনাই করতে পারছেন না নির্বাচকরা। নেইমারকে ২৩ সদস্যের দলে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার আলেক্সান্ড্রে গালো। তাই ব্রাজিলভক্তরা আশায় বুক বেঁধেছেন নেইমার গুনে এবার ব্রাজিল বুঝি প্রথমবারের মতো স্বর্ণ ঘরে তুলতে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।