প্রত্যাবর্তনে ঝলসে উঠেছেন মালিক
প্রায় পাঁচ বছর পর টেস্ট প্রত্যাবর্তন হয়েছে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের। ফিরেই যেন ঝলসে উঠেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে অপরাজিত থেকে ডাবল সেঞ্চুরি করেছেন এ অলরাউন্ডার।
২০১০ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মালিক। চলতি টেস্ট স্কোয়াডে ছিলেন না এই অলরাউন্ডার। তবে ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলী আকিষ্মিক পেটের পীড়ায় আক্রান্ত হলে ভাগ্যের শিকে ছিড়ে শোয়েব মালিকের। আর এ সুযোগেই নিজের জাত চেনালেন মালিক।
গত মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ২ বছর পর ওয়ানডেতে ফিরেই সেঞ্চুরি করেছিলেন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসাবে টেস্ট দলে নেয়া হয় তাকে। ব্যাটিংয়ে তিন নম্বরে নেমে এই মাইলফলক অর্জন করলেন মালিক। ক্যারিয়ারে প্রথমবারের মত তিনে ব্যাট করতে নেমেছিলেন তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত ২০৩ রানে অপরাজিত তিনি। ক্যারিয়ারে ৩৩ টেস্ট খেলে তিনটি সেঞ্চুরি করলেন মালিক। আর এবারই প্রথম ডাবল সেঞ্চুরি করলেন এ অলরাউন্ডার।
আরটি/এএইচ/আরআইপি