রিমান্ড শেষে কারাগারে শাহাদাত


প্রকাশিত: ১১:০৭ এএম, ১৩ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

নারী ও শিশু নির্যাতনের মামলায় আটক ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠোনোর আদেশ দেন।

এদিন শাহাদাতের আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন। অন্যদিকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহাদাতকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুর রহমান।

পরে শুনানি শেষে মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠোনোর আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতনের মামলায় গত সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাহাদাত। বিচারক তার আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর মালিবাগ এলাকায় শাহাদাতের শ্বশুর বাড়ি থেকে নারী ও শিশু নির্যাতনের মামলায় নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ।

পরের দিন নিত্য শাহাদাতকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। একই সঙ্গে জামিন আবেদন করেন নিত্যর আইনজীবী। বিচারক শুনানি শেষে জামিন ও রিমান্ড নামঞ্জুর করে পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, মিরপুরের ২ নম্বর সেকশনের এইচ ব্লকের ৫ নম্বর রোডে শাহাদাতের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো হ্যাপি। গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর সাংবাদিক কলোনির ৩ নম্বর রোডের মাথায় হ্যাপিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন মিরাজ উদ্দীন নামে এক ব্যক্তি।
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।