ধোনি এখনো ভারতের এক নম্বর ফিনিশার : গাভাস্কার


প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০১৫

কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কারের মতে এখনো ভারতের সেরা ফিনিশার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানপুরের ওয়ানডেতে ফিনিশিংয়ে ব্যর্থ ধোনির সমালোচনা চলছে ভারতজুড়ে। তবে এসব সমালোচনায় বিরক্ত হয়ে গাভাস্কার বলেছেন, ‘এখনো ভারতের এক নম্বর ফিনিশার ধোনি। একটি ম্যাচ দিয়েই সব বিবেচনা করা যায় না। ভারতকে সাফল্য এনে দেয়ার সামর্থ্য ধোনির এখনো আছে।’

কানপুরে প্রথম ওয়ানডেতে ভারত হেরে যায় ৫ রানে। ম্যাচটি ভালোভাবে ফিনিশ করতে না পারায় ভারতজুড়ে চলছে ধোনির সমালোচনা। তবে এসব সমালোচনা ভালো লাগেনি ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কারের। ধোনি পাশে এসে দাঁড়িয়েছেন তিনি।

ধোনির পক্ষে কথা বলতে গিয়ে গাভাস্কার বলেন, ‘এখনো ভারতের এক নম্বর ফিনিশার ধোনি। অবশ্যই এখন তার বয়স কিছুটা বেড়েছে। তাই তার শক্তিও কিছুটা কমে গেছে। আর শুধুমাত্র খেলাধুলাতেই নয় এটি যেকোনো পেশাতেই হতে পারে। যাইহোক ম্যাচ হারের সব দায় যে ধোনির কাঁধেই পড়বে তা ঠিক নয়। একটি ম্যাচ দিয়েই সব বিবেচনা করা যায় না। ভারতকে সাফল্য এনে দেয়ার সামর্থ্য ধোনির এখনে আছে। অতীতে বহুবার এমন কাজ ভালোভাবে করে দেখিয়েছে সে।’


তবে ভারতের ম্যাচ হারের কারণ কী, সেটিও বলে দিয়েছেন গাভাস্কার। ভারতীয় বোলারদের দিকে আঙ্গুল তুলে গাভাস্কার বলেন, ‘বর্তমানে ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যা বোলিং বিভাগে। শেষ দশ ওভারে আমাদের বোলাররা ১শ’র বেশি রান দিয়ে দিচ্ছে। এটা খুবই দুঃখের বিষয়, ভারতীয় দলে দীর্ঘদিন থাকার পরও ডেথ ওভারে কীভাবে বল করতে হবে সেটিও ভালোভাবে রপ্ত করতে পারেনি বোলাররা। কোন সময় ইয়র্কার দিতে হবে, কোন সময় কোন লাইন লেন্থে বল করতে হবে সেটিও ঠিক মতো বুঝতে পারেন না তারা। যদি তারা এগুলো দ্রুত রপ্ত করতে না পারে তবে দলে তাদের থাকার কোনো প্রয়োজন নেই। আমি ব্যক্তিগতভাবে মোহিত শর্মাকে দলে চাই। কারণ সীমিত ওভারের ফরম্যাটে সে ভালো করতে পারবে। বিশেষভাবে ডেথ ওভারের জন্য সে একজন কার্যকর বোলার। এছাড়া ভুবেনশ্বরের পক্ষেও আমি কথা বলতে চাই। তাকে সবসময় সুযোগ দেয়া উচিত।’

এছাড়া প্রথম ওয়ানডের ব্যাটিং লাইন-আপ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ৬৬ বছর বয়সী গাভাস্কার। তিনি বলেন, ‘দলে জেনুইন অলরাউন্ডার ছিলো না। উপরের সারির সেরা ছয় ব্যাটসম্যানকে আরো বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। কোহলিকে তিন নম্বরে ব্যাটিং করতে দেয়া উচিত। এরপর রাহানে চার নম্বরে। এরপরই ধোনি ও রায়না। তবে পরিস্থিতির উপর বিবেচনা করে ধোনি ও রায়নার ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে পারে টিম ম্যানেজমেন্ট।’

উল্লেখ্য, ইন্দোরে বুধবার (১৪ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।