জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন লিজা


প্রকাশিত: ০৬:২২ পিএম, ১২ অক্টোবর ২০১৫

ইভিকা ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। এই নিয়ে তৃতীয় এবং টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন লিজা।

১০টি ম্যাচের সবকটি ম্যাচ জিতে পূর্ণ ১০ পয়েন্ট পেয়ে জাতীয় মহিলা দাবার শিরোপা অক্ষুন্ন রাখতে সক্ষম হন আন্তর্জাতিক এ মহিলা মাস্টার। টুর্নামেন্টে ১২ জন খেলোয়াড় অংশ নিলেও অর্ধেকের কম খেলায় অংশ নেন তানজিনা আক্তার তানি। অর্ধেকের বেশি ওয়াক-ওভার দেয়ায় নিয়মানুযায়ী তানির বিরুদ্ধে পাওয়া সকল পয়েন্ট বাদ দেয়া হয়। ফলে লিজার পয়েন্ট হয় ১০ খেলায় ১০।

সোমবার শেষ রাউন্ডের খেলায় লিজা নিজ দলের জোহরাতুল জান্নাতকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন সাড়ে আট পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন।

সাত পয়েন্ট নিয়ে ১৮ বারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ তৃতীয় হন। নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাবের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা চতুর্থ ও বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা পঞ্চম স্থান লাভ করেন।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।