সরাসরি নির্বাচনে নারীর অংশগ্রহণকে গুরুত্ব দেয়ার দাবি
নারী সংরক্ষিত আসন অনেকের কাছেই অবহেলিত হয়ে আসছে বলে অভিযোগ করেছেন নারী প্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপমুক্ত করে স্থানীয় সরকারকে স্বাধীনভাবে পরিচালনার আহ্বান জানিয়ে নারী প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে সরাসরি নির্বাচনে অংশগ্রহণকে গুরুত্ব দেয়ার দাবি জানান তারা।
সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে “স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত নারী প্রতিনিধিদের অবস্থান” শীর্ষক জাতীয় সেনিমারে নারী প্রতিনিধিরা এ দাবি করেন।
উন্নয়ন সংস্থা `খান ফাউন্ডেশন, প্রিপ ট্রাস্ট, ডেমোক্রেসি ওয়াচ ও স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট-এর সমন্বয়ে পরিচালিত ‘অপরাজিতা’ প্রকল্পের আওতায় সেমিনারটি আয়োজন করা হয়।
সেমিনারে স্থানীয় সরকার ব্যবস্থায় নারী জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। জাতীয় সেমিনারটির সভাপতিত্ব করেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোখসানা খন্দকার।
আলোচনা সভায় অংশ নিয়ে আইনজীবী ড. শাদীন মালিক বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় সরকারে অবস্থানরত নারী প্রতিনিধিদের বসিয়ে দিলেই দেখা যাবে তুলনামূলকভাবে আপনারা কতটা যোগ্য। আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে সাফল্য আসবেই।
স্থানীয় সরকারে নারী প্রতিনিধিদের সুষ্ঠু ক্ষমতায়নে সরকারকে অনেকটা এগিয়ে আসা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ড: হামিদা হোসেন বলেন, আপনারা যারা এখানে এসেছেন তাদের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে, যখন কোন সমস্যা তৈরি হয় তখন বিভিন্নভাবে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যারা জনপ্রতিনিধি আছেন তারা বিভিন্ন সালিশে অংশগ্রহণ করছেন এটা একটি ভাল দিক। সংসদীয় আসনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে কাজ করার পরামর্শ দেন তিনি।
তিনি আরো বলেন, আমাদের সংসদে যারা নারী জনপ্রতিনিধি অছেন তারা সবসময় দলের হয়ে কথা বলেন কিন্তু আমারা ভুলে যাই আমাদের নারী আন্দোলনের ফলেই তাদের অবস্থান তৈরি হয়েছে।
সেমিনারের শুরুতে খান ফাউন্ডেশন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে স্থানীয় সরকার ব্যবস্থায় নারী জনপ্রতিনিধিদের অবস্থানকে কেন্দ্র করে একটি গবেষণাপত্র উপস্থাপন করন যেখানে দেখা যায় শিক্ষার অভাব ও অর্থনৈতিক দূর্বলতা ক্ষমতায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে।
সেমিনারে সারাদেশ থেকে আসা স্থানীয় সরকার ব্যবস্থায় অবস্থানরত নারী প্রতিনিধিগণ তাদের পরিচিতি তুলে ধরে বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন।
খান ফাউন্ডেশন ১৯৮৮ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সরকারে নারী জনপ্রতিনিধিগণের দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে খান ফাউন্ডেশন উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচের তালেয়া রেহমান, প্রিপ স্টাস্টের অ্যারমা দত্ত, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট-এর রঞ্জন কর্মকার। এছাড়াও স্থানীয় সরকার ব্যবস্থায় থাকা নারী প্রতিনিধিগণ এবং অতিথি বক্তা হিসেবে শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
এমএম/এসকেডি/আরআইপি