বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন আমির


প্রকাশিত: ১০:১৩ এএম, ১২ অক্টোবর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্নের পথে আরো একধাপ এগোতে চলেছেন ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ থাকা পাকিস্তানি বোলার মোহাম্মদ আমির। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামের হয়ে খেলবেন পাকিস্তানি এই বোলার।

এর আগে বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা জানিয়েছিলেন, আমিরকে খেলাতে পারবে আগ্রহী ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে প্রয়োজন আইসিসির ছাড়পত্র, সেটাও জোগাড় করতে হবে ফ্র্যাঞ্চাইজিকেই।

শুধু আমিরই নন, পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক এবং উমর আকমলকেও দলে ভেড়াচ্ছে চট্টগ্রাম।

তবে বিদেশি ক্রিকেটারদের তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বিসিবি। বিপিএল গভর্নিং কমিটির এক সূত্র জানায়, মঙ্গলবার বৈঠকেই বিদেশি ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করবে সংশ্লিষ্টরা।

এবারের বিপিএলে সবমিলিয়ে মোট ১৮৬ জন বিদেশি ক্রিকেটারকে তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে সর্বোচ্চ ৫২ জন ক্রিকেটার আবেদন করেছে এক পাকিস্তান থেকেই। তালিকায় রয়েছে শহিদ আফ্রিদি থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটাররাও।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।