প্রাক-প্রাথমিকে আরো ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য আরো ১৫ হাজার ৬৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ করবে সরকার। চলতি অর্থবছরেই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক কর্মকর্তা জানান, প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য দ্বিতীয় ধাপে প্রায় ১৬ হাজার শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছে আগামী দু-তিন মাসের মধ্যে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে এ শ্রেণির জন্য সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের অভাবে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। এ সমস্যা দূর করতে প্রাথমিকে ১৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য প্যানেলভুক্ত শিক্ষকদের মামলার কারণে তা স্থগিত হয়ে আছে। এ ছাড়া প্রায় ২০ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার পর পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
জেডএইচ/এআরএস/এমএস