শিবচরে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসনের রজব আলী মোল্লাকান্দি গ্রামে রোববার একটি বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের ছালাম পাঠানের মেয়ে ভদ্রাসন জিসি একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে নোয়াই হাজীকান্দি গ্রামের মোকসেদ মাদবরের ছেলে রোমান মাদবরের (২৫) বিয়ে ঠিক হয়। রোববার বিয়ের সব আয়োজন করা হয়। বরযাত্রীও কনের বাড়িতে আসেন।
এই সংবাদ পেয়ে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থলে যান। এসময় তার উপস্থিতি টের পেয়ে বর ও বরযাত্রীসহ অন্যরা পালিয়ে যান।
পরে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবনে না বলে কনের বাবা ছালাম পাঠান অঙ্গীকারনামায় স্বাক্ষর দেন। শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো.ইমরান আহম্মেদ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ কে এম নাসিরুল হক/এমজেড/এমএস