তামিম-তাসামুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহ চট্টগ্রামের


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১১ অক্টোবর ২০১৫

জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের বিপক্ষে তামিম ইকবাল এবং তাসামুল হকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৪৪৪ রান করেছে নাফিস ইকবালের দল।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের ২ উইকেটে ২০৬ রান নিয়ে ব্যাট করতে নামে চট্টগ্রাম। বৃষ্টির কারণে আগের দিন পুরো খেলা সম্ভব না হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে এদিন নির্ধারিত ওভারের চেয়ে ৪ ওভার বেশি খেলানো হয়।

দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ইকবাল এবং তাসামুল হক ব্যাটিংয়ে নেমে দারুণ ব্যাট করে উভয়ই নিজেদের সেঞ্চুরি আদায় করে নেন। তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ১৫৪ রান যোগ করেন।

দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন তামিম। ২২৯ বলে ১৭টি চার এবং ৩টি ছক্কার নিজের ইনিংস সাজান চট্টগ্রামের এই মারকুটে ব্যাটসম্যান। তাসামুল হক করেন ১০৭ রান। ২৯২ বলের ধৈর্যশীল ইনিংস খেলে ৯টি চার এবং ২ছক্কা সাহায্যে এই রান করেন তাসামুল।

তাদের বিদায়ের পর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইরফান শুক্কুর ৪৭ রান করেন। এছাড়া ইয়াসির আলী করেন ২৮ রান। ইনিংস ঘোষণা না করলে সোমবার সকালে ব্যাটিংয়ে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ সাইফুদ্দিন (১৭*) ও নাইম ইসলাম জুনিয়র (৭*)। বরিশালের পক্ষে সোহাগ গাজী ১১৪ রানে নেন ৩টি উইকেট। এছাড়া আল-আমিন পান ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম বিভাগ: ১৫১ ওভারে ৪৪৪/৭ (তামিম ১৩৭, তাসামুল ১০৭, নাফিস ৫৬, ইরফান ৪৭, ইয়াসির ২৮, সাইফুদ্দিন ১৭*; সোহাগ ১১৪/৩, আল আমিন ৬৯/২, কিবরিয়া ৭৫/১)

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।