খাজনা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন


প্রকাশিত: ০৭:১৯ এএম, ১১ অক্টোবর ২০১৫

ভূমি উন্নয়ন কর দ্বিগুন থেকে সাতগুন করায় তা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন জেলার বর্ধিত ভূমি খাজনা প্রত্যাহার সংগ্রাম কমিটি।

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে মো. এসকান্দার আলী সিকদার বলেন, বসতবাড়ির জন্য ৭ টাকা এবং কৃষি জমির জন্য ১ টাকা হারে খাজনা দিয়ে আসছিলাম। তবে গত পহেলা জুলাই থেকে সরকার সকল ধরনের জমির খাজনা বাড়িয়ে ৫০ টাকা করেছেন। আমাদের অনেক জমি রয়েছে যেখানে কোনো ধরনের আয় হয়না। এতে করে অনেক পরিবার রয়েছে যারা কোনো মতেই বর্ধিত হারে খাজনা দিতে পারবেনা। এজন্য আমাদের দাবি দ্রুত এই খাজনা প্রত্যাহার করে সহনীয় পর্যায়ে করার। নতুবা বৃহৎ কর্মসূচি ঘোষণার কথা ব্যক্ত করেন তিনি।

এখানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলু, সদস্য সচিব মো. ফারুক সিকদারসহ অন্যরা।

সাইফ আমীন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।