হেরেও ইউরো চ্যাম্পিয়নশিপে ওয়েলস


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১১ অক্টোবর ২০১৫

বসনিয়া-হার্জেগোভিনার কাছে হেরেও ৫৭ বছর পর আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নসশীপে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের দেশ ওয়েলস। পাশাপাশি ম্যাচ জিতে বসনিয়া তৃতীয় ‍অবস্থান নিশ্চিত করেছে। ফলে ইউরোর আশা টিকে রইল ২০১৫ বিশ্বকাপ খেলা দল বসনিয়ার।

স্তেডিওন বিলিনো পোলজেতে শনিবার (১১ অক্টোবর) রাতের খেলায় ম্যাচের প্রথমার্ধ অবশ্য গোলশূন্য থাকে দু’দল। তবে খেলার দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের সুবিধে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ায় বসনিয়া।

ম্যাচের ৭১ মিনিটে মিলান ডুরিকের গোলে এগিয়ে যায় বসনিয়া। আর ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ভেদাদ ইবিসেভিকের গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে মেহমাত বাজদারেভিকের শিষ্যরা।

রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল বলেন, ‘আমি যখন শিশু ছিলাম তখন থেকেই এমনটির স্বপ্ন দেখছিলাম। বড় কোনো টুর্নামেন্টে খেলার স্বপ্ন দেখছিলাম। অবশেষে আমরা ফ্রান্সে যাওয়ার টিকিট পেয়েছি। এটা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।