নূর হোসেনকে ১৮ মাসেও ফিরিয়ে না আনায় নিহতের স্বজনদের ক্ষোভ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান অভিযুক্ত নুর হোসেনকে ১৮ মাসেও দেশে ফিরিয়ে না আনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য আবারো তারা দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা আশঙ্কা করছেন, সাতজনকে অপহরণ ও হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা এবং তার সঙ্গে আরো কারা জড়িত সে তথ্য আড়াল করতে হয়তো নূর হোসেনকে মেরেও ফেলা হতে পারে।
দ্রুত সময়ের মধ্যে নূর হোসেনকে দেশে ফিরিয়ে এনে সাত খুন মামলার বিচার কার্যক্রম শুরু করার জন্য নিহতদের স্বজনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। আলোচিত সাত খুনের নিহতদের পরিবার শনিবার লিখিত এক বিবৃতিতে এসব কথা বলেন।
এ ঘটনায় নিহত মনিরুজ্জামান স্বপনের ছোট ভাই মিজানুর রহমান রিপন স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সময়ে সাত খুন মামলার তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতারকৃত র্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তাসহ বেশ কয়েকজন আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দিতে সাতজনকে অপহরণ থেকে শুরু করে হত্যার পর লাশ নদীতে ফেলা পর্যন্ত কারা কীভাবে জড়িত ছিল সেই ঘটনার পুরো চিত্র বর্ণনা করেছেন। কিন্তু ঘটনার মূল হোতা ও সেভেন মার্ডারের দুটি মামলার প্রধান আসামী নূর হোসেনকে এখনো দেশে ফিরিয়ে আনা হয়নি। নূর হোসেনকে দেশে ফিরিয়ে এনে ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে সুষ্ঠু বিচার প্রক্রিয়া শুরু করা হোক। কারণ নূর হোসেনের টাকায় র্যাব ভাড়াটিয়া খুনি হিসেবে ব্যবহার হয়েছে। নূর হোসেনই জানে তার পেছনে কে কে আছে। আমরা এমননও আশঙ্কা করছি, সাতজনকে অপহরণ ও হত্যার প্রকৃত ঘটনাটি আড়াল করতে হয়তো নূর হোসেনকে মেরেও ফেলা হতে পারে। আমরা চাই, তাকে আদালতে হাজির করে বিচারের মাধ্যমে প্রকৃত ঘটনা নারায়ণগঞ্জবাসী তথা সারাদেশের জনগনকে জানতে দেয়া হোক।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, সিলেটের রাজন হত্যার মূল আসামি কামরুলকে দেশে ফিরিয়ে আনতে সরকার তিন সদস্যের পুলিশ টিমকে বিদেশে পাঠিয়েছে। অথচ এতবড় একটি ঘটনার আসামি নূর হোসেনকে দেশে আনতে সরকার সঠিক উদ্যোগ নিচ্ছে না। গত ১৮ মাস ধরে সরকার বার বার আশ্বাস দিচ্ছে নুর হোসেনকে ফিরিয়ে আনা হবে। কিন্তু বাস্তবে এর ফল দেখা যাচ্ছে না। আমরা প্রথম থেকেই দাবি জানিয়ে আসছি, নূর হোসেনকে আনতে পারলেই ঘটনার পুরো চিত্র পরিষ্কার হয়ে যাবে।
এদিকে সর্বশেষ গতমাসের ১৩ সেপ্টম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন. নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তাকে দেশে ফিরিয়ে আনতে বেশ কিছু প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সে সব প্রক্রিয়া সম্পন্ন হলেই নূর হোসেনকে দ্রুত ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড থেকে নাসিক কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে র্যাব-১১ এর একটি দল। পরে তিনদিন পর ৩০ এপ্রিল ছয়জন ও ১ মে একজনের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্ত শেষে র্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তা ও নুর হোসেনসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে মামলার তদন্তকারী সংস্থা জেলা ডিবি পুলিশ। এর মধ্যে ২২ জন গ্রেফতার হয়ে কারাবন্দি রয়েছেন। আর নুর হোসেনসহ ১৩ জন পলাতক। তবে নুর হোসেন ভারতে গ্রেফতার হয়ে ওই দেশের কারাগারে বন্দি রয়েছেন।
মো. শাহাদাৎ হোসেন/বিএ