নৌমন্ত্রী পথসভায় যোগ না দেয়ায় মহাসড়ক অবরোধ
নৌমন্ত্রী শাজাহান খান প্রতিশ্রুতি দিয়ে জনসভায় যোগদান না করায় টায়ার জ্বালিয়ে ও ট্রাক দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নওগাঁ জেলা ট্রাক-ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান পরিবহন ইউনিয়ন। শনিবার রাত ৮টার দিকে শহরের পার নওগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাক-ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান পরিবহন ইউনিয়ন সূত্রে জানা যায়, বিকেলে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মন্ত্রীর সঙ্গে বাস-মালিক শ্রমিকদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। আর এ সমাবেশের পর ট্রাক পরিবহন শ্রমিকদের এক পথসভায় যোগদানের কথা ছিল মন্ত্রীর। কিন্তু মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে পথসভায় যোগদান না করেই নওগাঁ শহরের বাইপাস সড়ক হয়ে বগুড়ার দিকে রওনা দেন।
খবর পেয়ে ট্রাক-ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিকরা নওগাঁ-বগুড়া মহাসড়কে মন্ত্রীর গাড়ি আটকে ফুল নিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী আবারো তাদের প্রতিশ্রুতি দেন এবং বলেন আপনারা যান আমি আসছি। এ কথা শুনে পরিবহন শ্রমিকরা তাদের অফিসে ফিরে আসেন।
এরপর দীর্ঘ সময় অফিসে অপেক্ষা করার পরও মন্ত্রী না আসায় শ্রমিকরা টায়ার জ্বালিয়ে ও ট্রাক দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধমর্ঘটের ডাক দেয় ট্রাক-ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন।
আব্বাস আলী/এআরএ/বিএ