আমেরিকা-ইংল্যান্ড সতর্কতা জারি করে কোন যুক্তিতে


প্রকাশিত: ১২:১২ পিএম, ১০ অক্টোবর ২০১৫

বিদেশিদের নিরাপত্তার বিষয়ে বহির্বিশ্বের সতর্কতা সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কে কাকে সতর্ক করছে। যেখানে আমেরিকা ও ইংল্যান্ড তার নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। সেখানে তারা বাংলাদেশের ভিতরে তাদের নাগরিকদের নিরাপত্তায় সতর্কতা জারি করে কোন যুক্তিতে। তারা সতর্কতা জারি করুক আর না করুক সরকার দেশে সকল বিদেশিকে নিরাপত্তা দিতে সর্বাত্মক চেষ্টা চালাবে।

শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুরে গোপালপুর দর্গাতলা মোড়ে একটি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী ইনু এ প্রশ্ন তোলেন।

এ সময় তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, দীর্ঘ ২০/২৫ বছর ধরে খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে দোস্তীর বদভ্যাস ত্যাগ করতে পারেনি। বেগম জিয়া রাজনীতিতে থাকলে গণতন্ত্র আছে, না থাকলে গণতন্ত্র নেই, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। কেননা, খালেদা জিয়া আমাদের ব্যাপার নয়। ব্যাপার হলো রাজনীতিতে জঙ্গি, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীরা থাকবে কি থাকবে না।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার-রাজনীতিতে জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীরা থাকবে না। তারা থাকলে গণতন্ত্র ধ্বংস হয়, তাদের বাদ রাখলে গণতন্ত্র নিরাপদ হয়।

জঙ্গিদের সঙ্গে দোস্তীর বদ অভ্যাসটা ত্যাগ করলেই কেবল খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের কথা শোভা পাবে।

এ সময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।