ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন


প্রকাশিত: ১১:০৫ এএম, ১০ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, চারুকলা অনুষদের ডিন ও  চ-ইউনিট ভর্তি পরীক্ষার ইউনিট প্রধান ও সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

চ-ইউনিটে ১৩৫ আসনের জন্য মোট ৭ হাজার ৩১৯ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। প্রতি আসনের বিপরীতে লড়ে ৫৪ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার সকাল ১০টা থেকে।  

এমএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।