করোনা থামিয়ে দিল মাবিয়া-জিয়ারুলদের উজবেকিস্তান-যাত্রা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৬ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। সে ধারাবাহিকতায় আজ (শুক্রবার) বাতিল করা হয়েছে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। এপ্রিলের মাঝামাঝিতে উজবেকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়ার ভারোত্তোলকদের সবচেয়ে বড় এ প্রতিযোগিতা।

এ চ্যাম্পিয়নশিপের প্রথমে ভেন্যু ছিল কাজাখস্তান। করোনাভাইরাসের কারণে সেখান থেকে সরিয়ে ভেন্যু করা হয়েছিল উজবেকিস্তানে। কিন্তু আন্তর্জাতিক ভরোত্তোলন ফেডারেশন বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতা আয়োজন সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার কথা ছিল গত এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত, জিয়ারুল ইসলামসহ বাংলাদেশের তিন ভারোত্তলকের।

চ্যাম্পিয়নশিপ বাতিলের খবর শুনে মাবিয়া আক্তার সীমান্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘খেলা বাতিল হওয়ার কারণ তো আছে। আমাদের কিছুই করার নেই। অপেক্ষায় থাকতে হবে যদি আবার আয়োজন করা হয় সে দিনের।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরআই/এমএমআর/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।