টি-টোয়েন্টিতে ৪ থেকে ৬ এ ভারত
দক্ষিণ অফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ও শেষটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় হোয়াইটওয়াশের ‘লজ্জা’ হতে রক্ষা পেয়েছে ধোনিরা। বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও আগের দুটি টি-২০ হেরে র্যাংঙ্কিয়ের ধস ঠেকাতে পারেনি ভা্রত। ঠিকই দুই ধাপ অবনতি হয়েছে তাদের।টি-২০ প্রথম আসরের চ্যাম্পিয়নরা চার থেকে ছয়ে নেমে গেছে।
র্যাংঙ্কিয়ের চতুর্থ স্থানে থেকে সফরকারী দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-২০ সিরিজ শুরু করে মহেন্দ্র সিং ধোনির ভারত। সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরে দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে ধোনির দল।
অন্যদিকে সিরিজ জিতে র্যাংঙ্কিয়ে উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে প্রোটিয়ারা।
সর্বোচ্চ ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-২০ র্যা ঙ্কিয়ের শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। আর ১১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং এক পয়েন্ট কম নিয়ে চার নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ টি-২০ র্যাংঙ্কিয়ে আফগানিস্তানেরও এক ধাপ নিচে। মাশরাফির দল রয়েছে দশম স্থানে। সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
জেডএইচ/এমএস