বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস শনিবার
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস শনিবার (১০ অক্টোবর)। দিবসের এবারের প্রতিপাদ্য ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট এ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।
এছাড়াও দিবসটি উপলক্ষে সাইকোলজিস্ট ফাউন্ডেশন বাংলাদেশ ও অরকিড সাইকোলজি রির্সাস সেন্টার যৌথভাবে কর্মসূচি গ্রহণ করেছে। সংগঠন দু’টি প্রথমবারের মত মনোবিজ্ঞানী সম্মেলনের আয়োজন করেছে। শনিবার বিকাল ৪টায় পাবলিক লাইব্রেরি অডিটেরিয়ামে অনুষ্ঠিতব্য সম্মেলন উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
সেমিনারে ‘মর্যাদাপূর্ণ মানসিক স্বাস্থ্য ও মনোবিজ্ঞানী পেশা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক এবং সাইকোথেরাপিস্ট ও মনোবিজ্ঞানী উম্মে কুলসুম কলি। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শাহবাগ চত্ত্বরে সমাবেশ, পেপার ক্লিপিংস ও মনোবৈজ্ঞানিক তথ্যপ্রদর্শনী চলবে।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উন্মুুক্ত সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমাদ। এ ছাড়াও থাকছে মানববন্ধন, কর্মশালা এবং বিনামূল্যে মনোবৈজ্ঞানিক মূল্যায়ন ও সাইকোথেরাপি সেবার ব্যবস্থা।
একে/এমএস