পাকিস্তান ৯ উইকেট হারালেও ইংল্যান্ড পেয়েছে ১২ উইকেট
প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯২ রান করে পাকিস্তান ‘এ’ দল। ইংল্যান্ড একাদশের হয়ে স্টিভেন ফিন ৪টি উইকেট, আদিল রশিদ ৩টি, সামিত প্যাটেল ২টি, লিয়াম প্লাঙ্কেট ২টি এবং মঈন আলী নেন ১টি উইকেট।
ভাবছেন এটা কি করে সম্ভব? রিপোর্ট লেখায় ভুল রয়েছে। কিন্তু রিপোর্টের পুরোটাই সত্য। পাকিস্তান ৯ উইকেট হারালেও ইংল্যান্ড ঠিকই ১২ উইকেট তুলে নিয়েছে। আর এটা হওয়ার কারণ হচ্ছে পাকিস্তানের তিন ব্যাটসম্যানকে দুই বার করে খেলার সুযোগ দিয়েছেন ইংলিশ অধিনায়ক আলিস্টার কুক। আর প্রস্তুতি ম্যাচ বলেই এটা সম্ভব হয়েছে। ক্রিকইনফোর স্কোরকার্ডে এমনটাই দেখানো হয়েছে। আর পাকিস্তান ৯ উইকেট হারালেও ইংল্যান্ড কিভাবে ১২ উইকেট পেলো তাও নিচে লিখে দেয়া হয়েছে।
তবে এই ধরণের ম্যাচে ১১ জন খেলোয়াড়ের পরিবর্তে প্রায় সব দলই পুরো টিমকেই খেলার সুযোগ দেন। সেক্ষেত্রে ১৪/১৫ জন খেলোয়াড় খেললেও ব্যাটিং করে থাকেন ১১ জনই। কিন্তু একাধিক বার ব্যাটিং করা সর্বশেষ কবে কে দেখেছে তা কেউ বলতে পারবেন না।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আরব আমিরাতে অবস্থান করছে ইংল্যান্ড। তবে এর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নেমেছে তারা। আগামী মঙ্গলবার থেকে আবুধাবিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।
আরটি/একে/এমএস