আইনজীবীদের ধস্তাধস্তি : ফোরামের সভা পণ্ড
নারায়ণগঞ্জে বিএনপিপন্থী আইনজীবীদের ধস্তাধস্তি ও চরম বাকবিতণ্ডার মাধ্যমে পণ্ড হয়ে গেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুুপুরে আইনজীবী সমিতির ভবনের চতুর্থ তলায় সভা আহ্বান করে ফোরামের সভাপতি অ্যাড. সরকার হুমায়ুন কবির ও জাকির হোসেন। কিন্তু সভা শুরুর পাঁচ মিনিট আগে ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হামিদ খান ভাসানীকে গুলি করার হুমকি দেয় সরকার হুমায়ুন কবিরের ভাই মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সরকার আলম। এ ঘটনা নিয়ে আইনজীবীরা হুমায়ুনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সকল আইনজীবীরা একত্রিত হয়ে যুবদল নেতা সরকার আলমকে উত্তম মাধ্যম দেয়।
পরবর্তীতে আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে চতুর্থ তলায় সভা করতে যায় আইনজীবীরা। সে সময় সভা শুরুর আগে ভাসানীকে হুমকি দেয়ার বিচার চায় আইনজীবীরা। সরকার আলম ও সরকার হুমায়ুন কবিরের বিচার দাবি করেন কিছু আইনজীবী। পরে সভা শুরু করার অনুরোধ করা হয়। এমন দাবি উঠলে দুইপক্ষের আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি ও চরম বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সভাটি পণ্ড হয়ে যায়।
সভায় সিনিয়র আইনজীবীদের মধ্যে অ্যাড. সরকার হুমায়ুন কবির ও জাকির হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মশিউর রহমান শাহিন, রকিবুল হাসান শিমুল, সামসুজ্জামান খান খোকা, আজিজুর রহমান মোল্লা ও আশরাফুল আলম সিরাজী রাসেল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অ্যাড. আব্দুল হামিদ খান ভাসানী সাংবাদিকদের জানান, আইনজীবী ফোরামের সভা ডাকার এখতিয়ার সরকার হুমায়ুনের নেই। তারা অবৈধ সভা আহ্বান করেছে। জেলা কমিটি বিলুপ্ত করার এখতিয়ার কেন্দ্রীয় ফোরামের। আর বিএনপি থেকে বহিষ্কার করার এখতিয়ার খালেদা জিয়ার। তারা আসলে কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
এ ব্যাপারে অ্যাড. জাকির হোসেন জানান, ফোরামকে শক্তিশালী করার জন্যই সভা আহ্বান করা হয়েছিল। কিন্তু কয়েকজন আইনজীবী বি-শৃঙ্খলা সৃষ্টি করে।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি