ভারতের গুজরাটে আসছে ঘূর্ণিঝড় নিলোফার
ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় নীলোফার। অনেকটাই শক্তিক্ষয় হয়েছে এই ঘূর্ণিঝড়ের। ভারতের আবহাওয়াবিদরা মনে করছেন, আগামী শনিবার ১২০ মাইল প্রতি ঘণ্টায় গুজরাটের কছ জেলার আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের জেরে হলুদ সতর্কতা জারি হয়েছে গুজরাটের উত্তর উপকূলে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি রয়েছে গুজরাট সরকার। গুজরাটের কছ জেলার উপকূল এলাকার ১২৮টি গ্রাম থেকে ইতিমধ্যেই ৩০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
নীলোফার মোকাবিলায় তৈরি রয়েছে উপকূলরক্ষী বাহিনী। তৈরি রাখা হয়েছে ৩০টি জাহাজ, হেলিকপ্টার এবং এয়ারক্রাফ্ট।