সিলেটে সাতকরা দিয়ে গরুর মাংস খেতে চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, আমি বিভিন্ন সময় সিলেট গেলেও সাতকরা দিয়ে গরুর মাংস খাওয়া হয়নি কখনো। এজন্য আমার আফসোস আছে। আমি আগামীতে সিলেট গেলে সাতকরা দিয়ে গরুর মাংস খেতে চাই।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে সিলেটে সুরমা নদীর উপর নির্মিত কাজিরবাজার সেতু উদ্বোধনকালে তার এই ইচ্ছের কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজিরবাজার সেতু উদ্বোধন ও সিলেটের বিমানবন্দর-ভোলাগঞ্জ মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। ভিডি কনফারেন্সে দেশের বাইরে থাকা অর্থমন্ত্রীও বক্তব্য রাখেন। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন।
এ সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, সাংসদ ইমরান আহমদ, মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক গণপরিষদ সদস্য মো. লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাবেক সিটি মেয়র সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) এমডি আল আমিন প্রমুখ।
প্রসঙ্গত, সিলেটে সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করা কারির বিশেষ সুনাম রয়েছে ।
ছামির মাহমুদ/এসএস/আরআইপি