সংবাদ সম্মেলনে উর্দু বলিনি : সালমা


প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

পাকিস্তানে এক সংবাদ সম্মেলনে সালমা খাতুনের উর্দু বলা নিয়ে দেশ জুড়ে চলছে ব্যপক সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোতেও ছিল সমালোচনার ঝড়। তবে পাকিস্তান সফর শেষে দেশে ফিরে জানালেন তিনি সেখানে উর্দু বলেননি।

বুধবার দেশে ফিরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘সবাই বলছে আমি নাকি সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলছি। আসলে আমি বলি নাই। আমি বাংলায় কথা বলেছি। ম্যানেজার ওদেরকে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছেন।

তবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস শেষে সামান্য উর্দু বলার কথা স্বীকার করেন তিনি। বলেন, প্রথম টি-টোয়েন্টিতে ম্যানেজার সঙ্গে ছিলেন না। তখন টসে হেরে যাবার পর আমি এক মিনিট উর্দুতে বলেছি। এছাড়া আমি কোথাও কিছু বলিনি।

দেশে ফিরে পাকিস্তান সফরের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সালমা। তাদের কেমন আতিথীয়তা দেওয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, অনেক ভালো ছিলো। বিমানবন্দরে পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। তবে মিডিয়া আমাদের সঙ্গে কোনো কথা বলতে পারেনি। বিমানবন্দর থেকে গাড়িতে সরাসরি ভেন্যুতে চলে গিয়েছি।

আরটি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।