হংকংকে ফিফার জরিমানা


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০৭ অক্টোবর ২০১৫

ম্যাচ চলাকালীন সময়ে সমর্থকদের কর্মকাণ্ডের জন্য জরিমানা গুণতে হচ্ছে হংকং ফুটবল অ্যাসোসিয়েশনকে। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে চীনের জাতীয় সঙ্গীত বাজানোর সময় দুয়োধ্বনি ও বিদ্বেষসূচক ব্যানার বহন করে হংকং সমর্থকরা।  

আর এ জন্য হংকং ফুটবল অ্যাসোসিয়েশনকে (এইচকেএফএ) ৪০ হাজার হংকং ডলার জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি বছর এরকম আরও দুটি  ম্যাচে এই ধরনের ঘটনা ঘটায় এইচকেএফএ কে সতর্ক করে ফিফা। কিন্তু আবারও এর পনুরাবৃত্তি হওয়ায় জরিমানার মুখে পড়তে হলো দলটিকে।  

এরআগে ভুটানের বিপক্ষে ম্যাচেও দুয়োধ্বনি ও বিদ্বেষসূচক ব্যানার ব্যবহার করেছিল হংকং। দলটির সমর্থকরা ওই ম্যাচেও ছোট মানসিকতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছে ফিফা। তাদের হাতের ব্যানারগুলোতে ‘‘ফাইট ফর হংকং’’, ‘‘উই আর হংকং’’ এ ধরনের বিদ্বেষসূচক উক্তি লেখা ছিল।
 
আগামী ১৭ নভেম্বর চীনের বিপক্ষে একটি ফুটবল ম্যাচ খেলবে হংকং। ওই ম্যাচে অপ্রীতিকর ঘটনা এড়াতে এইচকেএফএ কে জরিমানা করে আগে থেকেই কিছুটা সতর্ক করে রাখল ফিফা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।