জাতীয় নারী রাগবি প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) ব্যবস্থাপনায় শনিবার পল্টন ময়দানে শুরু হয়েছে মার্সেল এয়ার কন্ডিশনার জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতা উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নারী জাতীয় রাগবিতে অংশ নিচ্ছে- নড়াইল জেলা, জামালপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, রাজশাহী জেলা, ঠাকুরগাঁও জেলা, চট্রগ্রাম জেলা, নারায়নগঞ্জ জেলা, বরগুনা জেলা, রংপুর জেলা, জয়পুরহাট জেলা, ঢাকা জেলা, দিনাজপুর জেলা, হবিগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, টাঙ্গাইল জেলা ও বাগেরহাট জেলা।

প্রথম দিনের খেলায় জয় পেয়েছে ফরিদপুর, ঠাকুরগাঁও, জামালপুর, রংপুর, চট্রগ্রাম, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ, হবিগঞ্জ, জয়পুরহাট, রংপুর, টাঙ্গাইল, নারায়নগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা।

আরআই/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।