ওয়ানডে সিরিজও হারলো সালমারা


প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৬ অক্টোবর ২০১৫

পাকিস্তান সফরটা ভালো হল না সালমা-জাহানারাদের। টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে সালমারা।

করাচির সাউদার্ন ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে ওপেনার আয়শা রহমানের ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে সানা মীর ৪ টি ও আসমাভিয়া ইকবাল নেন ৩ টি উইকেট।

সালমাদের দেওয়া ১২৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ওপেনার মারিনা আকবাল রান আউট হওয়ার আগে করেন ৩১ রান। জাভেরিয়া খান ৭ রান করে নাহিদার বলে রুমানার তালুবন্দি হন। বিসমাহ মারুফ দলকে সহজ জয় পাইয়ে দিতে খেলেন ৪১ রানের ইনিংস।

চার নম্বরে নামা নাইন আবিদি ২২ রান করে নাহিদার দ্বিতীয় শিকার হন। তবে, সানা মির (১২) আর আলিয়া রিয়াজ (৭) অপরাজিত থেকে দলকে জয়ের দিকে নিয়ে যেতে বাকিটা পথ পাড়ি দেন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।