হাথুরুসিংহে-স্ট্রিকদের নিরাপত্তায় গানম্যান


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৬ অক্টোবর ২০১৫

নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ সফর স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। এর মধ্যে দুজন বিদেশি নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হবার পর থেকেই উৎকণ্ঠায় আছেন বাংলাদেশে অবস্থানরত জাতীয় ক্রিকেট দলের বিদেশি কোচিং স্টাফরাও। এবার তাই জাতীয় দলের প্রধান কোচ শ্রীলঙ্কান চান্দিকা হাতুরুসিংহে ও বোলিং কোচ জিম্বাবুইয়ান হিথ স্ট্রিকের নিরাপত্তায় আজ থেকেই নিয়োগ দেওয়া হয়েছে গানম্যান।

এ সম্পর্কে বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম জানিয়েছেন, ‘চান্দিকা হাথুরুসিংহে ও হিথ স্ট্রিকের নিরাপত্তার জন্য আমরা পুলিশের কাছ থেকে দুজন গানম্যান নিয়েছি। তারা দায়িত্ব পালন শুরু করেছেন।’

এসব গানম্যান মূলত রাস্তায় চলাচলের সময়ই কোচদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন ইমাম। এছাড়া মূলত নিরাপত্তা নিয়ে ভীতির কারণেই এরই মাঝে ছুটি নিয়ে বাংলাদেশ ছেড়েছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল,  একাডেমির অস্ট্রেলিয়ান ফিজিও ব্রেট হর্প এবং হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অস্ট্রেলিয়ান মহাব্যবস্থাপক স্টুয়ার্ট কার্পিনেন!

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।