ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক


প্রকাশিত: ০৮:০১ এএম, ০৬ অক্টোবর ২০১৫

আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের বগির ‘বাফার হুক’ ভেঙে যাওয়ায় দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ডাউন (নিম্নগামী) লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার এসএম মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের সামনে বিকট শব্দে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ‘ঞ’ বগির (কোচ নং ৬২০৭) বাফার হুক ভেঙে যায়।

এ ঘটনার পর পরই ডাউন (নিম্নগামী) লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সমায়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত বগির বাফার হুক মেরামত শেষে দুপুর দেড়টার দিকে সবগুলো বগি নিয়েই ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।

# ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।