ব্রায়ান্টের স্মরণে অভিনব নিয়মে অলস্টার বাস্কেটবল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ৩১ জানুয়ারি ২০২০

গত রোববার মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আমেরিকার কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট। তার স্মরণে অভিনব নিয়মে অলস্টার ম্যাচের আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ)।

এবারের বার্ষিক অলস্টার ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি, শিকাগোতে। যেখানে পূর্ব দলের নেতৃত্বে থাকবেন বর্তমানে সবচেয়ে মূলবান খেলোয়াড় গিয়ানিস আন্তেতোকুনপো এবং পশ্চিম দলকে এগিয়ে নেবেন ব্রায়ান্টের লেকার্সের তারকা খেলোয়াড় লেব্রন জেমস।

এনবিএ নিশ্চিত করেছে, এ ম্যাচের বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হবে ব্রায়ান্ট ও তার ১৩ বছর বয়সী মেয়েসহ হেলিকপ্টার দূর্ঘটনায় নিহত ৯ জনের স্মরণে। এছাড়া ম্যাচ থেকে প্রায় ৫ লাখ মার্কিন ডলার দান করা হবে শিকাগোর দাতব্য সংস্থায়।

অলস্টার ম্যাচটিকে ভাগ করা হচ্ছে চার ভাগে। যেখানে প্রথম তিন কোয়ার্টারে খেলা হবে ১২ মিনিট করে এবং ম্যাচ শুরু হবে ০-০ অবস্থা থেকে। এই তিন কোয়ার্টারের প্রতিটিতে দান করা হবে ১ লাখ ডলার করে।

তৃতীয় কোয়ার্টারের খেলা শেষ হওয়ার পর গতানুগতিক ধারায় হবে না চতুর্থ কোয়ার্টার। প্রথম তিন কোয়ার্টারের স্কোর যোগ করে, তার সঙ্গে আরও ২৪ পয়েন্ট বাড়িয়ে দাঁড় করানো হবে চতুর্থ কোয়ার্টারের টার্গেট। পরে এই টার্গেট ছোঁয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় থাকবে না।

যেই দল আগে টার্গেট পূরণ করবে, তারাই হবে জয়ী। এটি মূলত কোবি ব্রায়ান্টের প্রতি সম্মান জানাতেই করা। কেননা পুরো ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই ২৪ নম্বর জার্সি পরে খেলেছেন ব্রায়ান্ট। চতুর্থ কোয়ার্টারে ভিক্টরের পক্ষ থেকে দান করা হবে ২ লাখ ডলার।

এনবিএর লিগ প্রেসিডেন্ট বাইরন স্পারেল বলেন, ‘আমরা চতুর্থ কোয়ার্টারে টার্গেট ঠিক করতে সঠিক নাম্বার বের করার জন্য অনেক সময় ব্যয় করেছি। এই সপ্তাহের সকল ইভেন্টের পর আমাদের সামনে এটা পরিষ্কার ছিলো যে, অলস্টার ম্যাচের জন্য সবচেয়ে ভালো সংখ্যাটাই হলো ২৪।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।