টেস্ট ক্রিকেটে ফিরছেন মাশরাফি


প্রকাশিত: ০৫:৫২ এএম, ০৬ অক্টোবর ২০১৫

জাতীয় ক্রিকেট লিগ দিয়ে আবারো টেস্ট ক্রিকেটে ফিরছেন টাইগারদের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া তৃতীয় পর্বের খেলায় খুলনা বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে মাঠে নামবেন নড়াইল এক্সপ্রেস।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে মাশরাফি বলেন, ১০ অক্টোবর শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্বের খেলায়  আমি খুলনার হয়ে রংপুরের বিপক্ষে মাঠে নামবো। এই ম্যাচের পর আমি আরো একটি ম্যাচ খেলবো তবে টানা দুটো ম্যাচ খেলবো না। আর বর্তমানে আমার শারিরীক অবস্থা ভালো, আমি এখন খেলতে প্রস্তুত। এছাড়া টেস্টে ক্রিকেটকে নিয়েও আমি চিন্তা করছি। দেখা যাক জাতীয় লিগে কিভাবে পারর্ফম করি।

মাশরাফি ২০০৯ সালের জুলাইয়ে সর্বশেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে প্রথমবারের মত অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তবে সেই ম্যাচেই ইনজুরিতে পড়ে তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল ডানহাতি এ বোলারকে।

তবে প্রথম শেণীর ক্রিকেটে মাশরাফি সর্বশেষ ২০১৪ সালে মাঠে নেমেছিলেন। সেবার এনসিএলে খুলনা বিভাগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে ইস্ট জোনের হয়ে খেলেছিলেন তিনি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।