দর্শকদের বোতল বৃষ্টিতে বন্ধ দ. আফ্রিকা-ভারত ম্যাচ


প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৯৯ রান করেও জিততে পারেনি ভারত। তাই সমর্থকদের আশা ছিল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে ভারত। কিন্তু দর্শকদের হতাশ মাত্র ৯২ রানে অল আউট হয়ে যায় ধোনি বাহিনী।

৯৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে দক্ষিণ আফ্রিকা তিন উইকেটে ৬৪ রান তুলতেই শুরু হয় দর্শকদের বোতল বৃষ্টি। অগত্যা খেলা বন্ধ করে দিতে বাধ্য হন ম্যাচ রেফারিরা।

প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকায় মাঠে বসে ছিলো দু`দলের ক্রিকেটাররাই। এরপর খেলা শুরু হলেও এক ওভার হতে না হতেই আবারো বোতল ছোড়া শুরু করে দর্শকরা।

শেষপর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হয় দু`দলের ক্রিকেটাররা। আপাতত স্থগিত রয়েছে ম্যাচটি। এর আগে প্রথম ইনিংসে কাইল অ্যাবোট ও ইমরান তাহিরের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় স্বাগতিক ভারত।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।