নারায়ণগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৩ আহত ৪


প্রকাশিত: ০২:০০ পিএম, ২৮ অক্টোবর ২০১৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী লেগুনার সঙ্গে মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের তারাবো পৌরসভার আড়িয়াবো এলাকায় ভুলতাগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে চিটাগাংরোডগামী মিনি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়।

ঘটনাস্থলেই লেগুনার যাত্রী ১০ বছরের এক শিশু নিহত হয়। তাৎক্ষনিক ভাবে ওই শিশুর লাশ পরিবারের লোকজন নিয়ে যাওয়ায় নাম পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের মধ্যে মোবারক হোসেন সেলিম ও আলী হোসেন নামে আরো দুইজন মারা যান। এ দুইজনের মধ্যে সেলিম ওই লেগুনার চালক ছিলেন। তার বাড়ি রূপগঞ্জের বরপা এলাকায়।

নিহত আলী হোসেন রূপগঞ্জ উপজেলার মৃত ওমর আলীর ছেলে। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।