আইন-শৃঙ্খলার অবনতির ফলে বিদেশি নাগরিক খুন হচ্ছেন


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

আইন-শৃঙ্খলার অব্যাহত অবনতির ফলে বিদেশি নাগরিক হত্যাকেণ্ডের ঘটনা ঘটে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

সোমবার এক বিবৃতিতে অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, আইন-শৃঙ্খলার চরম অবনতিতে জনজীবন চরম বিপর্যস্ত। দেশবাসী উদ্বিগ্ন। এমতাবস্থায় এর উন্নতি করতে না পারলে দেশ ক্রমেই ভয়াবহতার দিকে চলে যাবে।

অন্যদিকে র্যাব হেফাজতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তার মৃত্যু এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্যের ছোঁড়া গুলিতে ৯ বছরের শিশু আহত হওয়ার ঘটনা এবং বিদেশি নাগরিক হত্যায় দেশবাসী উদ্বিগ্ন না হয়ে পারে না।

তিনি বলেন, এভাবে বিদেশি নাগরিক হত্যার সুষ্ঠু বিচার না হলে বিদেশিরা এদেশে কোনো ধরণের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে উৎসাহ পাবে না। কাজেই কোনক্রমেই যেন হত্যাকারীরা রেহাই না পায় তার ব্যবস্থা সরকারকেই করতে হবে।

এএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।