ক্রিকেটাদের আচরণবিধির সংশোধনী আনবে আইসিসি


প্রকাশিত: ০১:০১ পিএম, ২৮ অক্টোবর ২০১৪

স্পট ফিক্সিংসহ বিভিন্ন কারণে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারের প্রতি সদয় হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী মাসে দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির সভায় খেলোয়াড়দের আচরণবিধি সংক্রান্ত কিছু ধারায় সংশোধনী আনা হতে পারে। সোমবার আইসিসির এক বিবৃতিতে এ জানানো হয়েছে।
 
সংশোধিত আচরণবিধি অনুযায়ী, নিষিদ্ধ খেলোয়াড়েরা নির্দিষ্ট সময় পর ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন। এজন্য তাদের আইসিসির কাছে আবেদন করতে হবে। তারপর আইসিসির দুর্নীতি বিরোধী কমিশন ও সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের সুপারিশ সাপেক্ষে ওই খেলোয়াড়কে ঘরোয়া ম্যাচ খেলার অনুমতি দেওয়া হবে।
 
সংশোধনীটি পাস হলে সবচেয়ে উপকৃত হবেন পেসার মোহাম্মদ আমিরসহ নিষিদ্ধ তিন পাকিস্তানি ক্রিকেটার। স্পট ফিস্কিংয়ের কারণে পাঁচ বছর সবধরণের ক্রিকেটে নিষিদ্ধ হন পাকিস্তানি এ পেসার। আগামী আগস্টে শেষ হচ্ছে তার নিষেধাজ্ঞার মেয়াদ।
 
গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমিরের শাস্তি শীতিল করার জন্য আইসিসিকে অনুরোধ করে। পিসিবির অনুরোধের পরিপ্রেক্ষিতে আইসিসি খেলোয়াড়দের আচরণবিধি মূল্যায়নে একটি কমিটি গঠন করে। কমিটির সুপারিশের কারণেই সংশোধনীটি আসছে।
 
আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, সংশোধিত আচরণাবিধি এরইমধ্যে কয়েকটি সভায় আলোচিত হয়েছে। আগামী নভেম্বরের সভায় সংশোধনীটি অনুমোদিত হবে বলে আশা করছি। -দ্য ডন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।