প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাবি প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ


প্রকাশিত: ১১:০৪ এএম, ০৫ অক্টোবর ২০১৫

সকল প্রকার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি বন্ধ এবং সম্প্রতি অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করাসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রগতিশীল ছাত্রজোট।

দাবিগুলো হলো, প্রশ্ন ফাঁসের সঙ্গে সম্পৃক্ত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার ও শাস্তির ব্যবস্থা করা।

সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ বক্তারা চার দফা দাবি তুলে ধরেন। এছাড়াও সমাবেশ থেকে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামী ৭ অক্টোবর (বুধবার) ধর্মঘটের ডাক দেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি, রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাবি শাখার সহ-সভাপতি তাশনুভা তাহরীন অন্তরা, বিল্পবী ছাত্র মৈত্রী রাবি শাখার সাধারণ সম্পাদক দিলাপ রায়সহ প্রগতিশীল ছাত্রেজোটের নেতাকর্মীরা।

# সড়ক অবরোধ করে মেডিকেলে ভর্তিচ্ছুদের অবস্থান

রাশেদ রিন্টু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।