আর্সেনালের কাছে ম্যানইউ`র হার


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ০৫ অক্টোবর ২০১৫

ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার দারুণ সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। কিন্তু একপেশে ম্যাচে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরে গেছে  ম্যানচেষ্টার ইউনাইটেড।

নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই রেড ডেভিলসদের চাপে রাখে গানাররা। ম্যাচের ৬ মিনিটেই চিলির স্ট্রাইকার সানচেজের দুর্দান্ত গোলে আনন্দে নেচে ওঠে স্বাগতিক সমর্থকরা। এর রেশ কাটতে না কাটতেই ৭ মিনিটে মেসুত ওজিলের গোলে ২-০ তে লিড পায় আর্সেন ওয়েঙ্গারের দল।

পরপর দুই গোল হজম করে হতাশায় মুষরে পরে ভ্যান হলের শিষ্যরা। সেখান থেকে আর আক্রমণে ফিরতে পারেনি তারা। উল্টো ১৯ মিনিটে সানচেজের দ্বিতীয় গোলে ৩-০ তে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির পর আর ম্যাচে ফিরতে পারেনি রেড ডেভিলরা। ফলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

এ জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। গোল পার্থক্যে তিন নম্বরে নেমে গেছে ইউনাইটেড। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।