আনসারের মেয়েদের হাতেই থাকলো জাতীয় হ্যান্ডবলের ট্রফি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২১ জানুয়ারি ২০২০

জাতীয় নারী হ্যান্ডবলে বিজেএমসির রাজত্বে গত বছরই হানা দিয়েছিল বাংলাদেশ আনসারের মেয়েরা। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়া বিজেএমসির হাত থেকে ট্রফি ছিনিয়ে নিয়েছিল তারা। শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের চেষ্টা করেও পারেনি বিজেএমসি- এবারো ট্রফি থাকলো আনসারের মেয়েদের হাতে।

আজ (মঙ্গলবার) পল্টন ময়দান সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ আনসার ৩৩-২৫ গোলে হারিয়েছে বিজেএমসিকে। বাংলাদেশ আনসার প্রথমার্ধে ১৬-১১ গোলে এগিয়েছিল। বিজয়ী দলের খাদিজা ১১ গোল করেন। বিজেএমসির শিল্পী আকতার করেছেন ৮ গোল। বাংলাদেশ আনসারের আলপনা আক্তার আসর সেরা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

তৃতীয় হয়েছে জামালপুর। স্থান নির্ধারণী খেলায় তারা ৩৫-১৯ গোলে নওগাঁকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-৯ গোলে এগিয়ে ছিল। জামালপুরের মিষ্টি খাতুন ১১ এবং বিজিত দলের নাজনীন ৭ গোল করেন।

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।