ড্যাফোডিল ইউনিভার্সিটি পরিদর্শনে ফ্রান্স রাষ্ট্রদূত


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি আউবার্ট রোববার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন।

ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত উপাচার্য) প্রফেসর ড. মো. গোলাম রহমান এ সময় তাকে স্বাগত জানান। রাষ্ট্রদূত ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতেও মিলিত হন।

এ উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশ এবং ফ্রান্স উভয় দেশের শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষা বিনিময় ও সহযোগিতাসহ সাংস্কৃতিক বিনিময়ের উপর গুরুত্বারোপের পাশাপাশি তার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ক্লাস পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিখাতে দক্ষ গ্র্যাজুয়েট হয়ে দেশ সেবায় অবদান রাখার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরাসী দূতাবাসের এটাচি ফর কালচারাল অ্যান্ড কো-অপারেশন মরিয়াম লিজেনড্রি। পরে রাষ্ট্রদূত ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাশ, মিডিয়া ল্যাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাবসহ বিভিন্ন অনুষদ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।