সাতক্ষীরায় অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা দাবি


প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

সাতক্ষীরায় অবস্থানকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তার দাবিতে জেলা পুলিশের বিশেষ শাখায় আবেদন করেছে বেসরকারি এনজিও সংস্থা অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর। শনিবার বিকেলে জেলা পুলিশের বিশেষ শাখায় সাতক্ষীরায় অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা চেয়ে তিনি এ আবেদনটি করেন। আবেদনের প্রেক্ষিতে রোববার দুপুরে আলোচনায় বসে জেলা পুলিশ।

অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর জাগো নিউজকে জানান, ১২ জন বিদেশি নাগরিক আন্তর্জাতিক সংস্থা ভিএসওর পক্ষে অগ্রগতি সংস্থার তত্ত্বাবধানে সাতক্ষীরায় সাধারণ মানুষের জীবনমান ও সমস্যা নির্ণয়ে কাজ করছেন। তাদের মধ্যে ব্রিটেনের ১০ জন, আয়ারল্যান্ডের একজন ও পর্তুগালের একজন নাগরিক রয়েছেন। তাদের নিরাপত্তার দাবিতে পুলিশের বিশেষ শাখায় আবেদন করা হয়েছে। রোববার দুপুরে তাদের নিয়ে পুলিশ সুপার এক আলোচনা করেন।

তিনি আরও জানান, সম্প্রতি দেশের দুই স্থানে দুইজন বিদেশি নাগরিক খুন হওয়ার পর সাতক্ষীরায় অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা চেয়ে এ আবেদনটি করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামল হোসেন জাগো নিউজকে জানান, সাতক্ষীরায় অবস্থানরত বিদেশি নাগরিকরা বাইরে বের হলে বা কোথাও গেলে নিরাপত্তার জন্য তাদেরকে পুলিশের সহায়তা নিতে বলা হয়েছে। পুলিশও তাদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকবে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।