মনগড়া চার্টে চলছে অতিরিক্ত ভাড়া আদায়


প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৪ অক্টোবর ২০১৫

সরকারের নির্দেশ মানছে না পরিবহন মালিকরা। প্রতিটি পরিবহনে নতুন ভাড়া সম্বলিত চার্ট রাখার নির্দেশ থাকলেও বেশির ভাগ গাড়িতেই এর দেখা নেই। রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের  অভিযান চালানো কালে এমন চিত্র দেখা গেছে।  

গত ১ অক্টোবর থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। সরকারের নির্দেশ মোতাবেক প্রতিটি গাড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্ধারিত ভাড়ার চার্ট ঝুলিয়ে রাখার কথা। কিন্তু রোববার ভ্রাম্যমাণ আদালত এর কোনো প্রমাণই পায়নি।

বিআরটিএ এর নির্বাহী হাকিম দেবাশীষ নাগ রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে।

এসময় তিনি বিভিন্ন রুটের ২২টি গাড়ি চেক করেন। কিন্তু কোনো গাড়িতেই সরকারের নির্ধারিত চার্ট ঝুলিয়ে রাখতে দেখেন নি।  দু’একটি গাড়িতে থাকলেও তা প্রদর্শন করা হয়নি। চালকের কাছে রেখে দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দেবাশীষ নাগ জাগো নিউজকে বলেন, যেহেতু গত এক তারিখে নতুন ভাড়া কার্যকর হয়েছে। তাই আমরা ভ্রাম্যমাণ আদালত নিয়ে রাস্তায় এসেছি। বেশির ভাগ গাড়িতে ভাড়ার চার্ট নেই। আমরা তাদের বিভিন্ন হারে জরিমানা করছি।

তিনি আরো বলেন, সিটিং সার্ভিসের নামে যাত্রীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। নূন্যতম ভাড়ার বিষয়টিও অনেক গাড়ি মানছে না। তিনি বলেন, অনেক পরিবহনে মালিকদের করা মনগড়া চার্ট দেখা গেছে। সেটি একেবারেই নিজেদের মতো করে করা হয়েছে।

এদিকে, আদালত চলাকালীন বেশ কিছু যাত্রী রাস্তায় নেমে ভাড়া বেশি নেয়ার অভিযোগও করেন। এছাড়া পরিবহন মালিকরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। তারা নিজেরা চার্ট করে বেশি ভাড়া আদায় করছে বলে জানান যাত্রীরা।

অপরদিকে, ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম নিয়মিত চলবে বলে জানা গেছে।

এসএ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।