ইনজুরিতে ইনিয়েস্তা
চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’তে খেলার সময় ৭১ মিনিটে চোট পেয়েছিলেন এই মিডফিল্ডার।
৩ সপ্তাহ সাইডবেঞ্চে থাকায় এ সময়ের মধ্যে ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না বেশ কয়েকটি ম্যাচ। এর মধ্যে বার্সার হয়ে খেলতে পারবে না ৩টি ম্যাচ। লা লিগায় সেলটা ভিগো, আলমেরিয়া এবং চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে পারবেন না আয়াক্সের বিপক্ষে।
ইউরো ২০১৬’র বাছাইপর্বের খেলায় বেলারুশের বিপক্ষেও মাঠে অনুপস্থিত থাকবেন স্পেনের এই ফুটবলার। এ ছাড়া ৩০ বছর বয়সী মিস করবেন নভেম্বরের মাঝামাঝি স্পেনের বিপক্ষে জার্মানির প্রীতিম্যাচটিও।