২১৫ রানের লক্ষ্যে ব্যাট করছে সালমারা


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৪ অক্টোবর ২০১৫

সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের দেওয়া ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে নারী দলের সংগ্রহ ৩৭ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বিসমাহ মারুফের ৯২ রানের উপর ভর করে ২১৪ রান করে পাকিস্তান। টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙ্গেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। দলীয় ১৯ রানে ১২ রান করা সিদরা আমিন কট অ্যান্ড বোল্ড হন।

৩৮ রানে আরেকটি উইকেট পড়ার পর ৬১ রানের জুটি গড়েন ইনফর্ম বিসমাহ আর আবিদি। মিডল অর্ডারে অন্যরা ব্যর্থ হলেও একাই লড়াই চালান বিসমাহ। সেঞ্চুরি তুলে নেয়ার সুযোগ ছিল তার। কিন্তু লতা মন্ডল হতাশ করেন বিসমাহকে। ফাহিমার ক্যাচ হয়ে ৯২ রানে ফেরেন তিনি। ৩১ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার বাংলাদেশ অধিনায়ক সালমা।

এর আগে টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যধানে জিতেছিল পাকিস্তান।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।