ফারুকীর সাফল্যে নতুন পালক


প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৪ অক্টোবর ২০১৫

ব্যতিক্রমী গল্পের নির্মাতা হিসেবে সুপরিচিত মোস্তফা সরয়ার ফারুকী। তার নির্মাণ মানেই আলোচিত এবং জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করা। তা সেটি বিজ্ঞাপনই হোক কিংবা নাটক-চলচ্চিত্র। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও তিনি সম্মানিত হয়েছেন বারবার।

দেশের সফল এই পরিচালকের মুকুটে এবার যোগ হতে চলেছে আরো নতুন এক সম্মানের পালক। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার ফারুকীর ফেসবুক সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, আগামী ২৬ নভেম্বর বসতে যাচ্ছে অ্যাপসার নবম আসর। সেখানে চীনা শিক্ষাবিদ ঝ্যাং জিয়ানমিন, মালয়েশিয়ান চলচ্চিত্রকার ইউ-ওয়েই বিন হাজিসারি, রুশ লেখক-পরিচালক অ্যালেক্সেই পোপোগ্রেবস্কি ও ইরানি অভিনেত্রী নেগার জাভাহেরিয়ানের পাশাপাশি বিচারকের দায়িত্ব পালন করবেন ফারুকী।

সেরা ছবি নির্বাচনে তারা কাজ করবেন বিচারকদের প্রধান কিম ডঙ-হো’র নেতৃত্বে। ডঙ-হো হলেন বুসান চলচ্চিত্র উৎসবের প্রাক্তন চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা।

এ প্রসঙ্গে ফারুকী তার ফেসবুকে লিখেছেন, ‘যে জুরির আসনে এর আগে আসগার ফারহাদি, শ্যাম বেনেগাল , জাফর পানাহি, শাবানা আজমি, ডেভিড পাটনাম এর মতো ব্যাক্তিরা বসেছেন সে আসনে বসার আমন্ত্রন আমাকে জানানোয় আমি ঠিক ভীত নাকি আনন্দিত বুঝতে পারছি না । গত এক বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সব সেরা ছবি বিচার করতে বসা কঠিন কাজ । কান, ভেনিস, বার্লিন , লোকার্নো কাপানো সব ছবিগুলো নিশ্চয়ই থাকবে নমিনেশনে ! বাংলাদেশকে এরকম বড় জায়গায় প্রতিনিধিত্ব করে অবশ্যই ভালোই লাগছে’।

উল্লেখ্য, ফারুকীই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে এই আসরের বিচারকের দায়িত্ব পালনের সম্মান অর্জন করলেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।