শাহজালালে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ আটক ১


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২৮ অক্টোবর ২০১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান এক নারী যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সহাকারী কমিশনার (এসি) জুয়েলা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক মালয়েশিয়ার ওই নাগরিক হলেন-রাজা বাসলিনা বিনতি রাজা মালেক (৫২)।

জুয়েলা খানম বলেন, মালয়েশিয়া থেকে আসা এমএইচ- ১০২ ফ্লাইট থেকে নেমে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহজনক মনে হলে তার শরীর তল্লাশি চালানো হয়। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ৬টি স্বর্ণবার পাওয়া যায়। যার প্রতিটির ওজন ১ কেজি। উদ্ধার স্বর্ণের দাম ৩ কোটি টাকা।

তিনি আরও বলেন, আটক নারী মালয়েশিয়ার ভাষা ছাড়া বাংলা বা ইংরেজি কোনো ভাষাতেই কথা বলতে পারেন না। এ কারণে জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।