জনপ্রতিনিধির আচরণে দেশবাসী চরমভাবে উদ্বিগ্ন : চরমোনাই পীর


প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৩ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) র‌্যাব হেফাজতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তার মৃত্যু এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্যের ছোঁড়া গুলিতে নয় বছরের শিশু আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি অবিলম্বে উভয় ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে যথাযথ ও কার্যকরী উদ্যোগের জোর দাবি জানান।

শনিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, “মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতারকৃত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকর্তা ওমর সিরাজ বৃহস্পতিবার র‌্যাব হেফাজতে মারা গেছেন। এ ঘটনায় দেশের সচেতন জনতা চরমভাবে উদ্বিগ্ন।”

তিনি বিবৃতিতে আরো বলেন, “অপর এক ঘটনায় শুক্রবার ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে রাস্তায় থাকা নয় বছরের শিশু সৌরভের দুই পায়ে গুলি লাগে। আহত শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে উক্ত সংসদ সদস্যের লোকজন বাধা দেয় যা চরম অমানবিক ও নিন্দনীয়। একজন জনপ্রতিনিধির এহেন দায়িত্বশীল আচরণে নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।”

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি গুলিবিদ্ধ শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জনপ্রতিনিধির সংসদ সদস্যপদ বাতিলেরও দাবি জানান।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।